আইনের শিক্ষার্থীদের হতাশার অবসান ঘটাতে লিগ্যাল বিষয়ক সকল চাকুরী বিজ্ঞপ্তি ও জরুরি তথ্য সবার আগে সরবরাহের চুক্তি সম্পাদিত।
Legal Jobs বিষয়ক সকল চাকুরী বিজ্ঞপ্তিসমূহ সবসময় পেতে পারেন।
বর্তমান সময়ে বাংলাদেশে খুব বেকারত্ব বেড়ে চলছে। দেশের প্রায় অর্ধেক এরও বেশী যুবকই বেকার। তাতের বেকারত্বের অবসান ঘটাতে বাংলাদেশ সব চেয়ে বড় চাকরির বাজার Bnjobs। চাকুরী ও বেকারদের মধ্যস্ততাকারী এ সংস্থাটি বর্তমানে বাংলাদেশের চাকুরির বাজার অনেকটাই দখল করে আছে।
বর্তমানে বাংলাদেশে আইন বিষয়ের শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে। আইন বিষয়ের শিক্ষার্থীদের জন্য জুডিশিয়ারি ও আইনজীবী নিবন্ধন পরীক্ষা ছাড়াও সরকারি বিভিন্ন আইন বিষয়ক পদের নিয়োগ, বিভিন্ন ব্যাংকের লিগ্যাল বিষয়ক, বিভিন্ন কোম্পানির সমূহের লিগ্যাল বিষয়ক, বিভিন্ন সংস্থার লিগ্যাল বিষয়ক, যাবতীয় আর্থিক বিষয়ক সংস্থা, সমিতি ও সংগঠনের বিভিন্ন পদ সংক্রান্ত বিজ্ঞপ্তি, নোটিশ, জরুরী তথ্যসমূহ সবার আগেই সরবরাহ করে থাকে।
www.bnjobs.com এর Law/Legal পেইজটি একনজরে দেখে আসতে পারেন। এছাড়া রয়েছে সকল ধরনের চাকুরির বিজ্ঞপ্তি ও জরুরী নোটিশসমূহ।
Glorious Legal Education Centre ও Bnjobs এর মধ্যে লিগ্যাল চাকুরী সংক্রান্ত বিজ্ঞপ্তি বিষয়ক একটি চুক্তি সম্পাদিত হয় যা আইন বিভাগের শিক্ষার্থীদের আইন বিষয় পড়ার জন্য আরো উৎসাহিত করতে এবং আইনী শিক্ষার্থীদের হতাশা দূর করে লিগ্যাল বিষয়ক সকল চাকুরির তথ্য তাদের হাতের নাগাড়ে কড়া নাড়তে যৌথভাবে বদ্ধপরিকর ।
![]() |
bnjobs.com & GLEC |
বর্তমান সময়ে বাংলাদেশে খুব বেকারত্ব বেড়ে চলছে। দেশের প্রায় অর্ধেক এরও বেশী যুবকই বেকার। তাতের বেকারত্বের অবসান ঘটাতে বাংলাদেশ সব চেয়ে বড় চাকরির বাজার Bnjobs। চাকুরী ও বেকারদের মধ্যস্ততাকারী এ সংস্থাটি বর্তমানে বাংলাদেশের চাকুরির বাজার অনেকটাই দখল করে আছে।
বর্তমানে বাংলাদেশে আইন বিষয়ের শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে। আইন বিষয়ের শিক্ষার্থীদের জন্য জুডিশিয়ারি ও আইনজীবী নিবন্ধন পরীক্ষা ছাড়াও সরকারি বিভিন্ন আইন বিষয়ক পদের নিয়োগ, বিভিন্ন ব্যাংকের লিগ্যাল বিষয়ক, বিভিন্ন কোম্পানির সমূহের লিগ্যাল বিষয়ক, বিভিন্ন সংস্থার লিগ্যাল বিষয়ক, যাবতীয় আর্থিক বিষয়ক সংস্থা, সমিতি ও সংগঠনের বিভিন্ন পদ সংক্রান্ত বিজ্ঞপ্তি, নোটিশ, জরুরী তথ্যসমূহ সবার আগেই সরবরাহ করে থাকে।
www.bnjobs.com এর Law/Legal পেইজটি একনজরে দেখে আসতে পারেন। এছাড়া রয়েছে সকল ধরনের চাকুরির বিজ্ঞপ্তি ও জরুরী নোটিশসমূহ।
Glorious Legal Education Centre ও Bnjobs এর মধ্যে লিগ্যাল চাকুরী সংক্রান্ত বিজ্ঞপ্তি বিষয়ক একটি চুক্তি সম্পাদিত হয় যা আইন বিভাগের শিক্ষার্থীদের আইন বিষয় পড়ার জন্য আরো উৎসাহিত করতে এবং আইনী শিক্ষার্থীদের হতাশা দূর করে লিগ্যাল বিষয়ক সকল চাকুরির তথ্য তাদের হাতের নাগাড়ে কড়া নাড়তে যৌথভাবে বদ্ধপরিকর ।
No comments