আগামীকাল জুডিশিয়ারি MCQ পরিক্ষা || পাশ মার্ক তোলার জন্য আইনের বিষয়গুলোসহ অন্যান্য বিষয়গুলো কিভাবে কি করবেন।

সকল জুডিশিয়ারি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে-
🎓💢🎓🎓::::BJS Exam:::🎓🎓💢🎓

BJS Exam 2019 Last Hour.

💢বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিগত বছরের BJS ও BCS পরিক্ষার MCQ আবারও হালকা চোখ বুলিয়ে নিন।

 💢আইনের বিষয়গুলো সূচিপত্র, বিশেষ ধারা, বিশেষ পদ্ধতিগুলো অল্পসময়ে মধ্যে চোঁখ বুলিয়ে নিন। যতটুকুর পড়েছেন তাহার উপর ফোকাস রাখুন। নতুন কোন পড়া না পড়াই শ্রেয়।

 💢কিছু প্রশ্ন থাকবে নতুন যা আপনি হয়তো নতুন পাবেন, বিষন্নতার কিছু নেই তা সবার জন্য নতুন। কিছু মনে থাকবেনা কনফিউশান হবেন, চিন্তার কিছু নেই তা সকলেই হবে। সবচেয়ে উত্তম হচ্ছে, একটু রিলাক্স থাকুন।

 💢প্রশ্ন প্রথম অংশ পড়েই মন খারাপ বা টেনশন অথবা হতাশ হবেন না। শেষ ভালো যার সব ভালো তার। আপনি যতটুকু সম্ভব প্রথম থেকেই একবার শেষ করন। এবার আবার বাকীগুলো শেষ করুন, আরো কিছু থেকে গেলো কনফিউশান সেগুলো থেকে কিছু সংগ্রহ করুন। কিছু থেকে যাবে একদম পারেছন না, গুনে নিন। ৮০% এর বেশি হলে আর না করাই ভালো, না হয়ে থাকলে আরেকটা অভিযান চালান।

 💢আশাকরি আপনার এতোদিনের পরিশ্রম বৃথা যাবে না। বুকে সাহস রাখুন। আশাকরি রাতেই সু-সংবাদ পাবেন। সকলের জন্যে রইলো শুভকামনা। সকলে ভালো থাকুন, রিলাক্স থাকুন, বইতে চোঁখ রাখুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

 🎓Glorious Legal Education Centre🎓
--(Centre for Legal Study & Services)--

No comments

Powered by Blogger.