বার কাউন্সিল পরিক্ষা ২৮ ফেব্রুয়ারী প্রবেশপত্র ও পেন্ডিং লিস্ট শীঘ্রই

💢📚বারের পরিক্ষা, প্রবেশ পত্র ও পেন্ডিং লিস্ট📚💢 ✍
Bar Council Exam & Admit Card

আজ শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের ২০২০ সালের এমসিকিউ পরিক্ষা সংক্রান্ত এক বিশ্বস্ত সূত্র Glorious Legal Education Centre জানতে পারে যে, পরিক্ষা নির্ধারিত সময় আগামি ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। এবং তার পূর্বে আনুষ্ঠানিক কাজ ভুল সংশোধনের জন্য পেন্ডিং লিস্ট আগামি এই সপ্তাহে ও পরিক্ষার প্রবেশপত্র আগামী সপ্তাহে প্রদান করা হবে। কোন তড়িৎ সিদ্ধান্ত ব্যাতিত নিম্ন বর্ণিত অনুযায়ী কার্যক্রম অগ্রসর হবে বলে জানা গেছে।   
                 
ফরমের ভুল সংশোধনী (Pending List)- এসপ্তাহে। 
✍প্রবেশ পত্র - আগামী সপ্তাহে ।
✍বার কাউন্সিল পরিক্ষা - ২৮ ফেব্রুয়ারী

পরিক্ষার প্রবেশপত্র স্ব স্ব বারে যাবে বলে জানা গেছে। 
🕹(তড়িৎ কোন সিদ্ধান্ত ব্যাতিত)🕹
[বিঃ দ্রঃ কোন এক বিশ্বস্ত সূত্র]

No comments

Powered by Blogger.