মেহনতি শ্রমিকের প্রতি শ্রদ্ধা এবং চাকুরীচ্যুত ও সকল বেকারদের কর্মসংস্থান ব্যাবস্থা হোক শ্রমিক দিবস।
২০২১ সালের এপ্রিল (এই রমজান) মাসেও ৮ ঘন্টা কাজ করার দাবীতে যারা আন্দোলন করে পিশাচিক পন্থায় তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে বাধ্য হয়েছেন, শ্রদ্ধাভরে সাথে স্বরণ করছি।
![]() |
মে দিবস |
শ্রেনী বৈষম্যের অবসানের লক্ষ্যে সংকল্পবদ্ধ ও সংগঠিত ভাবে সারা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের সংগ্রামী ঐতিহ্য ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের এক স্মরনীয় ও আন্তর্জাতিক এবং সংহতির উদযাপনের এক অনন্য দিন মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস।
প্রাণভরে শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল মেহনতী শ্রমিকদের। ১৮৮৬ সালের ১লা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরে ৮ ঘন্টা শ্রম দিবস, মজুরি বৃদ্ধি তথা ন্যায্য মজুরি, কাজের উন্নত পরিবেশ ইত্যাদির দাবিতে ১লা মে একটি শ্রমিক সংগঠন ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘটে প্রায় ৩ লক্ষ শ্রমিক যোগ দেয়। বর্বর ও পিশাচিক পন্থায় সে ধর্মঘট দমন করা হয়। শ্রমিকদের এক সমাবেশে পুলিশ গুলি চালায় এর ফল স্বরূপ পরের দিন সে মার্কেটে শ্রমিকরা প্রতিবাদ সমাবেশে মিলিত হলে কারখানার মালিকরা সেখানে বোমা বিস্ফোরন ঘটায়, ফলে শ্রমিক নেতাসহ ১১জন প্রাণ হারায়। সংঘটিত ঘটনা ও পরবর্তী ঘটনাবলী থেকে এই দিবসের উৎপত্তি।
© Abdur Rob Parvez Robi
মোঃ আবদুর রব পারভেজ রবি
শিক্ষানবিশ, ঢাকা আইনজীবী সমিতি।
No comments