বার কাউন্সিল ভাইভা প্রস্তুতি বিভিন্ন বিষয়ভিত্তিক || ELEC || Viva Exam || 2021
★বাংলাদেশ মন্ত্রী পদপদবী আপডেট★
বাংলাদেশের রাষ্ট্রপ্রতির নাম- মাননীয় রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ (২১ তম)
প্রধানমন্ত্রীর নাম- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১১ তম)
বাংলাদেশের প্রধান বিচারপতি- জনাব সৈয়দ মাহমুদ হোসেন (২২ তম)
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল- এ এম আমিন উদ্দিন (১৬ তম)
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী- জনাব আনিসুল হক
সচিব, আইন ও বিচার বিভাগ- মোঃ গোলাম সারওয়ার
বার কাউন্সিল ভাইভা প্রস্তুতি বিভিন্ন বিষয়ভিত্তিক || ELEC || Viva Exam || 2021
★কমিশন আপডেট★
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
আইন কমিশনের চেয়ারম্যান- এ বি এম খায়রুল হক।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান- নাছিমা বেগম।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান- আইনমন্ত্রী জনাব আনিসুল হক।
দূনীতি দমন কমিশনের চেয়ারম্যান- মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
বাংলাদেশ জেল এর কারা মহাপরিদর্শক- ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন।
★সুপ্রীম কোর্ট আপডেট★
আপিল বিভাগের বিচারপতি- ৬ জন।
হাইকোর্ট বিভাগের বিচারপতি- ৯১ জন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল- মোঃ আলী আকবর।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি- এ. এম আমিন উদ্দিন।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক- ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
★আইন ও আদালত আপডেট★
উচ্চ আদালত- ১টি (বিভাগ রয়েছে ২টি, আপিল ও হাকোট বিভাগ)।
নিম্ম আদালত রয়েছে- ৬৯টি (৬৪ জেলা ও ৫টি মহানগর – ঢাকা, চট্টোগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট)
প্রধান ট্রাইব্যুনাল রয়েছে- ৮টি (এছাড়াও রয়েছে কিছু বিশেষ ট্রাইব্যুনাল)
বর্তমানে বাংলাদেশে আইন অধ্যাদেশ- প্রায় ৭৪০ টি আইন, ৫০৭ টি অধ্যাদেশ।
★সাইবার ট্রাইবুন্যাল★
তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার জন্য ঢাকায় একটি সাইবার ট্রাইবুনাল ছিল। উক্ত ট্রাইবুনাল গঠন করা হয়েছিল ২৮ জানুযারী ২০১৩। বর্তমানের দেশের আটটি বিভাগে সরকার আটটি পৃথক সাইবার ট্রাইবুনাল স্থাপন করেছে। এই গেজেট প্রকাশ হয়েছে ৫ এপ্রিল ২০২১।
★ঢাকা জেলা জজ কোর্টের পুরাতন জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত (সাইবার ট্রাইবুনাল, ঢাকা)।
★সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল আছে ১টি
CJM নতুন ১০ তলা ভবনের ৮ম তলায়
★মানব পাচার ট্রাইব্যুনাল★
মানব পাচার ট্রাইবুনাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর এজলাসে, রেবতী ম্যানসন
★অর্থঋণ আদালত
অর্থঋণ আদালত আছে ০৪ টি।
★সিভিল কোর্ট সহকারী জজ আদালত ১-১৫ পর্যন্ত
★যুগ্ম জেলা জজ আদালত আছে ৭টি (১ম-৭ম নং আদালত পর্যন্ত।)
★যুগ্ম মহানগর দায়রা জজ আদালত আছে ৭ টি (১ম-৭ম নং আদালত পর্যন্ত।)
★অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ৮ টি (১ম- ৮ম পর্যন্ত।)
★অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৯ টি (১ম-৯ম পর্যন্ত।)
★বিশেষ জজ আদালত আছে ১ম-১০ পর্যন্ত।
★ পরিবেশ আপীল আদালত মহানগর দায়রা জজ আদালত ভবনের ৫ম তলায় পরিবেশ আপীল আদালত অবস্থিত।
★ বার কাউন্সিল আপডেট★
বাংলাদেশ বার কউন্সিলের চেয়ারম্যান- জনাব এ এম আমিন উদ্দিন (পদাধিকারবলে)
বাংদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান- জনাব মোঃ ইউসুফ হোসেন হুমায়ূন
বার কাউন্সিলের সচিব- মোঃ রফিকুল ইসলাম
বার কাউন্সিলের সদস্য- ১৫ জন (১ জন পদাধিকার বলে)
নির্বাচনী অঞ্চল- ২টি (সাধারন ও স্থানীয় আসন ৭ জন করে ১৪ জন নির্বাচিত)
প্রধান কমিটি ৪টি(চেয়ারম্যানঃ এক্সিকিউটিভ-সৈয়াদ রেজাউর রহমান, এলরোলমেন্ট-বিচারপতি মোঃ নুরুজ্জামান, ফাইন্যান্স-এস এম রেজাউল করিম , লিগ্যাল এডুকেশন- জনাব কাজী নজিবউল্লাহ হিরু)।
অন্যান্য কমিটি- ৬টি (আইন সংশোধন কমিটি, মানবাধিকার ও আইন সহায়াতা কমিটি, হাউজ কমিটি, রিলিপ কমিটি, বিধি ও প্রকাশনা কমিটি, অভিযোগ ও সতর্করনী কমিটি)
Finance Committe এর Chairman বিজ্ঞ সিনিয়রে আইনজীবী জনাব স ম রেজাউল করিম (মাননীয় মন্ত্রী মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়)
Human Rights & Legal Aid Committe, বিজ্ঞ আইনজীবী জনাব মোখলেসুর রহমান বাদল
Legal Education Committe এর Chairman বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব কাজী মোঃ নজিবুল্লাহ হিরু (আইন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি)
আইনজীবীদের শপথ আইনজীবীদের আছে The Bangladesh Legal Practioners and Bar Council Order (President Order no 46 of 1972) এর ৬২ (২) এ।
No comments