মোশাররফ করিম সহ ৫ জনের বিরুদ্ধে আইনজীবী পোশাক অবমাননা দায়ে মানহানি মামলা দায়ের || হাই প্রেশার-২ || GLEC
আইনজীবী ও আইন পেশাকে অসম্মান করে নাটক "হাই প্রেশার -২" তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করে আইন পেশাকে অসম্মান ও মানহানি করায় দায়ের করেন।
অদ্য ১৮/০৭/২০২১ ইং তারিখে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেতা মোশাররফ করিম সহ ৫ জনের বিরুদ্ধে ১০ জন আইনজীবী মিলে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে।
মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ অভিনয়ের মাধ্যমে আইনজীবী ও আইনের পোশাকের অবমাননা দায়ে এবং নাটক লেখক মিজান এবং বৈশাখী টেলিভিশনের সিইও'র বিরুদ্ধে অদ্য ১০ জন আইনজীবী ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
No comments