আইনজীবী তালিকাভুক্তি ভাইভা পরিক্ষার সময় ও স্থান, বোর্ড এবং সাথে যা নিতে হবে || GLEC || ViVa Exam

আসছে ৩১ আগস্ট থেকে বাংলাদেশে বার কাউন্সিল এডভোকেটশীপ ভাইভা পরীক্ষার শিডিউল ঘোষণা করেছেন গত ২৫ আগস্ট ২০২১। ১০০০৭ থেকে শুরু করে ১৭৪২৪ পর্যন্ত রোল নাম্বার এর শিডিউল দিয়েছে বার কাউন্সিল বাকীদের ভাইভা রোল শিডিউল  পরবর্তীতে প্রকাশ করবে।



স্থানঃ সুপ্রিম কোর্টে অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট বিচারক স্পোর্টস কমপ্লেক্স।

সময়ঃ ৩১ আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত ৪:১৫ মিঃ হতে শুরু হবে।

বোর্ডঃ মোট বোর্ড ৫টি।

যা যা সাথে নিতে হবেঃ এডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশীট, কেইস ডায়েরি।

ড্রেস কোডঃ অবশ্যই এডভোকেট ড্রেস। (কালো কোর্ট, টায়, বেল্ট, জুতা ও সাদা শার্ট।








No comments

Powered by Blogger.