আইনগত ব্যবস্থার পূর্বে লিগ্যাল নোটিশ কেন দিবেন || Legal Notice || GLGS
লিগ্যাল নোটিশ
আপনার কিংবা আপনার প্রতিষ্ঠানের কোন দেনা-পাওনা আদায়ে, কারো প্রতি অসন্তুষ্টি, কিংবা সতর্ক করার জন্য কিংবা কোন দেওয়ানী বা বিশেষ ফৌজদারী আইনগত সমস্যা সমাধানে আইনী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে,
কারো বিরুদ্ধে হুট করে মামলা করা ঠিক না, মামলা করার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় । এ জন্য সেক্ষেত্রে উত্তম উপায় হল সংশ্লিষ্ট ব্যক্তিকে একজন আইনজীবীর মাধ্যমে একটি নোটিশ প্রদান করে বিবধমান বিষয়টি আপসে মীমাংসার জন্য একটি সুযোগ দেওয়া।
অর্থাৎ কোনো ব্যক্তির দ্বারা কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে একজন আইনজীবীর দ্বারাএকটি নোটিশ প্রদানের মাধ্যমে কয়েকদিনের মধ্যে পাওনা টাকা পরিশোধের জন্য আল্টিমেটাম দেওয়া উচিত । অথবা আপনার নিকট কেউ লিগ্যাল নোটিশ প্রেরণ করলে আপনি তার যথাযত যবাব দিতেই হবে অন্যথায় আপনি ইগনোর করেছেন বলে আইনগত জটিলতায় ও পিছিয়ে পড়বেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না এলে বা সমস্যাটির সমাদান না হলে তখন মামলা দায়ের করতে হবে। অনেক বিবাদ শুধুমাত্র উকিল নোটিশের মাধ্যমেই সমাধান হয়ে গেছে । সুতরাং যে কোন দেওয়ানী কিংবা ফৌজদরী বিশেষ মামলা করারর পূর্বে অন্তত একবার হলেও বিরোধি পক্ষকে একটি উকিল নোটিশ দিয়ে বিষয়টি আপোষে মীমাংসার জন্য চেষ্টা করুন।
No comments