Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

টুমচর আসাদ একাডেমীর ২০১০ সালের প্রাক্তন শিক্ষার্থীদের রি-ইউনিয়ন ২০২৫ আগামী ঈদ-উদ-আজহা’র ২য় দিন।

ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দূর দূরান্ত থেকে কর্মব‌্যাস্ত জীবনের কিছুটা ইতি ঘটিয়ে নিজ শহরে নাড়িঁর টানে পরিবার আর প্রিয় মানুষদের কাছে ছুটে আসে সকলে। আর জমে উঠে বন্ধু আড্ডা, তাই দীর্ঘ দেড় যুগ পরে বন্ধুদের সাথে শৈশবের নানান স্মৃতি খুঁজে পেতে গল্পে আড্ডায় মেতে উঠার আকাঙ্খা নিয়ে আয়োজন হচ্ছে গ্র‌্যান্ড রিইউনিয়ন।

টুমচর আসাদ একাডেমীর ২০১০ সালের প্রাক্তন শিক্ষার্থীদের রি-ইউনিয়ন ২০২৫ আগামী ঈদ-উদ-আজহা’র ২য় দিন।

লক্ষ্মীপুরের টুমচর আসাদ একাডেমীর মাঠে প্রথমবারের মতো আগামী ঈদ-উল-আজহা ২য় দিন ০৭ জুন ২০২৫ ইং তারিখ শনিবার স্কুল মাঠে বৃহত্তর পরিসরে জাঁকজমকপূর্ণ পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছেন ২০১০ ব‌্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। 

ইতিমধ‌্যে উক্ত সালের প্রক্তন শিক্ষার্থীরা ঈদ-উল-ফিতর এর পর গত ০২ এপ্রিল ২০২৫ ইং তারিখ পুনমিলনীতে ১৫ বছরের পুরোনো স্কুল বন্ধদের আড্ডায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকলে ঈদের ছুটি পেয়ে সুন্দর মুহূর্ত কাটাতে আনন্দে মাতোয়ারা হয়ে রিইউন্নি বাস্তবায়নের লক্ষে এডভোকেট আবদুর রব, মামুনুর রশিদ, রুবেল হোসেন, রিপন হোসেন, ফারুক হোসেন, মাহবুবুল আলম, কাদের হোসেন, শরিফ হোসেন, শোয়ায়েব হোসেন, কামান হোসেনের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন‌্য এডভোকেট আবদুর রব পারভেজ রবি কে প্রদান তত্বাবধায়ক করে সকলের আন্তরিকতায় কার্যক্রম এগিয়ে চলছেন রিইউনিয়ন বাস্তবায়ন কমিটি।

আগামী ঈদ পূনমিলনীতে সকলের অংশগ্রহন নিশ্চিত করার জন‌্য ইতিমধ‌্যে মামুনের নেতৃত্বে ও অন‌্যান‌্যদের সহযোগিতায় ব‌্যাচের সকল শিক্ষার্থীদের তালিকা প্রস্তুতের কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়েছে। সকলের অংশগ্রহন নিশ্বিত করার জন‌্য অনবরত কাজ করে যাচ্ছেন।

কর্মমব্যস্ত জীবন শেষে ছুটি পেয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসদ একাডেমির মাঠে আসছে ঈদের পরের দিন আনন্দ ভাগাভগি ও হাঁসি খুশি আর খুনসুটিতে মেতে উঠে পুরনো মুহূর্তগুলোকে আরেকবার স্বরণ করতে এবং ১৬ বছর বয়সে ফিরে যেতে সকলের উপস্থিতি কামনা করছেন ব‌্যাচের সকলে। ‍

রিইউনিয়ন বাস্তবায়ন কমিটি সকরের সার্বিক উপস্থিতি, আন্তরিক সাধুবাদ ও সার্বিক সহযোগিতা কামনায় সকলকে নিমন্ত্রণ জানালেন। 

No comments

Powered by Blogger.