‘ই-বেইলবন্ড’ কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছে।

প্রথম জেলা হিসেবে নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ড কার্যক্রমের সূচনা, প্রথম দিনেই জামিনে মুক্তি সাত আসামির

বাংলাদেশের প্রথম জেলা হিসেবে নারায়ণগঞ্জ আদালতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ই-বেল বন্ড কার্যক্রম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম একজন আসামির ই-বেল বন্ড গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে প্রথম দিনেই দ্রুততম সময়ে সাতজন আসামি জামিনে মুক্তি পান।

 ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে শুরু করার কারণ ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, ‘নারায়ণগঞ্জকে আমরা একসময় নির্যাতনের প্রতীক হিসেবে জানতাম। এখানে অনেক বড়, কুখ্যাত গডফাদার ছিল। এখানে নির্যাতন-অত্যাচারের ঘটনা, আলোচিত সাত খুনের ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। এখন সেটিকে মুক্তির প্রতীকে পরিণত করতে চাই। সেই কারণেই অনলাইন ই-বেইলবন্ড কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে শুরু করা হয়েছে।’

উচ্চ আদালতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন উচ্চ আদালতের সংস্কারের জন্য ১৫টি প্রস্তাব দিয়েছে, কিন্তু তার একটিও এখনো বাস্তবায়িত হয়নি। উচ্চ আদালতের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে সংশ্লিষ্ট যাঁরা আছেন, তাঁরা সচেতন হবেন। তিনি বলেন, ‘সংস্কার কাজ শেষ হয়নি, আমরা শেষ সময় পর্যন্ত সংস্কারের কাজ চালিয়ে যাব।

‘ই-বেইলবন্ড’ কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছে।
‘ই-বেইলবন্ড’ কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘ই-বেইলবন্ড’ হলো বিচারব্যবস্থায় প্রবর্তিত একটি নতুন ডিজিটাল পদ্ধতি, যার মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। এতে প্রচলিত ১২ ধাপের জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক প্রক্রিয়াটি বাদ পড়বে, যা বিচারপ্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ই-বেইলবন্ড কার্যক্রমের সঙ্গে মুঠোফোন অ্যাপ তৈরি করা গেলে জনগণ আরও সহজে এ সেবা পাবেন। সাইবার সুরক্ষা আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ব্যক্তিগত উপাত্ত ব্যবস্থাপনা আইন ক্যাবিনেটে পাস হয়েছে, তা গেজেট হওয়ার অপেক্ষায়। এই আইনগুলোর মাধ্যমে আন্তমন্ত্রণালয়ের তথ্য আদান-প্রদান সহজ ও সুশৃঙ্খল হবে।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানি ত্বরান্বিত করতে হবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মানবিক; কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর মুখাপেক্ষী নয় এবং মানুষের মুক্তি, অধিকার ও স্বাধীনতার জন্য কাজ করে। এই সরকারের নীতি অত্যাচার ও নিপীড়ন নয়। এই ই-বেইলবন্ড মানবিক সরকার তার জলন্ত উদাহরণ এটা।

No comments

Powered by Blogger.