বার কাউন্সিল এ্যানরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল পূণমূল্যায়ন (রিভিউ)/Review করার দরখাস্ত।

 তারিখঃ ২৬/১০/২০২৫ইং


বরাবর,

মাননীয় সচিব

বাংলাদেশ বার কাউন্সিল

শাহবাগ, ঢাকা।


বিষয়: ২৫/১০/২০২৫ তারিখে প্রকাশিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল পূণমূল্যায়ন (রিভিউ) করার অনুমোদনের জন্য আবেদন।

বার কাউন্সিল এ্যানরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল পূণমূল্যায়ন (রিভিউ)/Review করার দরখাস্ত।


মহোদয়,


বিনীত নিবেদন এই যে, আমি মোঃ------, পিতা–মোঃ------, রোল নং -------, রেজিস্ট্রেশন নং -------, বিগত ২৮/০৬/২০২৫ইং তারিখ অনুষ্ঠিত বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি।


সম্প্রতি গত ২৫/১০/২০২৫ ইং তারিখে প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে আমি অকৃতকার্য হিসেবে ঘোষিত হয়েছি। যাহা আমার প্রত্যাশা ও বিশ্বাসের পরিপন্থী এবং আমি বিশ্বাস করি যে, আমার উত্তরপত্রে কোনো ত্রুটি বা ভুল মূল্যায়ন হয়ে থাকতে পারে, যাহার ফলে ফলাফলে আমার প্রদত্ত রোল নং প্রদর্শিত হয়নী। তাই, আমার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন (Review) করার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি।


অতএব, নিবেদন যে, ন্যায় বিচারের স্বার্থ সার্বিক বিবেচনায় আমার লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় পর্যালোচনা বা মূল্যায়ন করতঃ ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনার সদয় মর্জি প্রার্থণা করছি।


বিনীত নিবেদক,

স্বাক্ষরঃ ...................................

নামঃ ---------

পিতা– -------

রোল নং– -------

রেজিস্ট্রেশন নং– -------

মোবাইল নং– ----------

No comments

Powered by Blogger.