Glorious Legal Education Centre এর যাত্রা শুরু A Legal Study Centre GLEC
![]() |
Glorious Legal Education Centre |
ইতি মধ্যে Glorious Legal Education Centre তাদের যাত্রা শুরু করেছে। গত ১০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ফেসবুক পেইজের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
ইতি মধ্যে বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা তাদের কার্যক্রমের প্রাথমিক কেন্দ্র ঘোষণা করেছেন। ধীরে ধীরে ঢাকা সহ চট্টগ্রাম , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট, রংপুর , ময়মনসিংহ এবং অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলোতেও তাদের কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।
আগামি বছর থেকে তাদের সকল কার্যক্রম দৃশ্যমান হবে। এবছর ফেইসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে আগামি বার কাউন্সিল পরিক্ষা ২০১৯ ও জুডিশিয়ারি পরিক্ষার প্রস্তুতি বিষয়ক বিভিন্ন এমসিকিউ ও মডেল টেস্ট সহ লিখিত ও ভাইভা পরিক্ষার জন্য সাজেশন ও অন্যান্য পড়াশোনা বিষয়াক সহায়তা প্রদান করিবেন।
এডভোকেটশীপ ও সহকারী জজ পরিক্ষার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন সহায়তা ও পরামর্শ কেন্দ্র।
Email: glorious.lawedu@gmail.com
Facebook Page: Glorious.lawedu
Website: Glorious Legal Education Centre
wow
ReplyDelete