Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

৯ মাসের শিশু যখন রীটের পক্ষ হয়ে হাইকোর্টের মুখামুখি || GLEC ||

৯ মাসের শিশুর রীট। -হাইকোর্ট প্রতিবেক। GLEC
৯ মাসের শিশুর রীট

 গত ২৭/১০/২০১৯ ইং তারিখে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে হুমায়ার বিন সাদি নামের ৯ মাসের শিশু এবং তার মা ইসরাত হাসান যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাদী হয়ে সরকারের বিরুদ্ধে একটি রীট করেন। 

 রীটের কারণ উল্লেখ করে গণমাধ্যমকে জানান উক্ত ৯ মাসের শিশু ও তার মা যখন সাদি (শিশু) বাচ্চাটাকে নিয়ে কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন। তখন তারা যখন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য অপেক্ষা করতেছিলেন। ঠিক তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং ৫ ঘন্টা পর্যন্ত অপেক্ষমান থাকা অবস্থায়ও ইসরাত হাসান (মা) বেবি ফিডিং কর্ণর খোজায় অনো চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। প

রবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী জনাব ব্যারিষ্টার আবদুল হালিম গণমাধ্যমকে আরো জানায় যে, দেশের বিভিন্ন যায়গায় ধূমপান জোন থাকলেও বেবি ফিডিং কর্ণার বা জোন নেই বললেই চলে। বিভিন্ন মিডিয়াতে বিষয়টি বারবার আসলেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। 

 তিনি আরো উল্লেখ করেন যে, পাবলিক প্লেসে, হসপিটালে, স্টেশনে অথবা বিভিন্ন জায়গায় মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সেখানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকবেনা কেন মর্মে বিবাদীদের ব্যর্থতার কারণ দর্শাতে বিজ্ঞ আদালত রুল জারি করেছেন। 

 সেই সাথে বিজ্ঞ আদালত, ব্রেস্ট ফিডিং কর্নার সমস্ত পাবলিক প্লেস এবং সরকার শাসিত প্রতিষ্ঠান, ডিএনসিসি, মার্কেট, নিউমার্কেট, শপিংমলগুলো, অন্যান্য প্রতিষ্ঠান যা সরকারি প্রতিষ্ঠানের আওতায় রয়েছে সেগুলোতে তৈরি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেছেন। 

এছাড়াও  নারী ও শিশু পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে কেন নির্দেশনা দেয়া হবে না, তিনি যথোপযুক্ত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবেন সকল প্রাইভেট শপিংমল যেখানে জনগণ সর্বত্র যাতায়াত করে এবং বিশেষ করে শিশুরা যাতায়াত করে এই সমস্ত ক্ষেত্রে বেস্ট ফিডিং কর্ণার তৈরি করতে কেন যথাযথ নির্দেশনা দেয়া হবে না সেই মর্মে রুল জারি করা হয়।

No comments

Powered by Blogger.