Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

হেবা বা দান ও উইল কি? কতটুকু করা যায়? কাকে করা যায় না? কিভাবে? এবং পার্থক্য?

হেবা বা দান ও উইল কি? কিভাবে? কে কাকে?


দান/হেবা কিঃ 
 দান হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে কোন সম্পত্তি কোন প্রকার প্রতিদান ছাড়া তাৎক্ষণিকভাবে হস্তান্তর করা যায়। 

 দান করার যোগ্যতাসমূহঃ -সুস্থ মস্তিষ্ক সম্পন্ন -সাবালক হতে হবে -মুসলিম হতে হবে। 

দান বা হেবার প্রকারভেদঃ 
দুই প্রকার হয়ে থাকে- 
১। বিনিময় হেবাঃ যখন দানের বিনিময়ে কোন দান করা হয়। 
২। শর্ত সাপেক্ষে হেবাঃ দানগ্রহীতা প্রথমে অন্য একটি দান করবে এবং পরবর্তীতে তিনি দান করবেন। 

দানের শর্তসমূহঃ 
১। প্রস্তাব 
২। গ্রহণ 
৩।সম্পত্তি দখন অর্পন যতোটুকু সম্পত্তি। 

হেবা বা দান করিতে পারিবেঃ -
-একজন মুসলিম তার সম্পূর্ণ সম্পত্তি হেবা করতে পারবে এক্ষেত্রে তার ক্ষমতা অসীম। 
- ব্যতিক্রম -মৃত্যুর মৃত্যুর ক্ষেত্রে সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল বা দান করা যাবে না ।
- কোন উত্তরাধিকারী বরাবর উইল করা যাবে না। - সম্পত্তিতে যদি উত্তরাধিকারীগণের অংশ থাকে তাহলে সে ক্ষেত্রে দান করা যাবে না। উত্তরাধিকারীগণের অংশ প্রদান করে বাকি সম্পত্তি হস্তান্তর করা যাবে। 

দান প্রত্যাহারঃ 
-দখল প্রদানের পূর্বে যে কোন সময় দাতা কর্তৃক হেবা বাতিল করতে পারে। 
- দখল প্রদানের পূর্বে সম্পত্তি হেবা সম্পন্ন হয় না।

যে ক্ষেত্রে অর্পণের প্রত্যাহার করা যায়ঃ 
স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী কর্তৃক স্বামীকে যখন কিছু দান করা হয়, দানগ্রহীতা যখন মারা যায়, দানকৃত সম্পত্তি যখন হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, যে কারণেই হোক না কেন যখন সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়, যখন দাতা দানের বিনিময়ে কোন কিছু গ্রহণ করে। 

 দানের আইন সংক্রান্ত বিধানঃ -সম্পত্তি হস্তান্তর আইন 1982 এর 123 ধারা অনুযায়ী মুসলিম আইনের অধীন স্থাবর সম্পত্তির হেবা আইন অনুযায়ী দান বলে গণ্য হবে। -রেজিস্ট্রেশন আইন 1908 এর 17 ধারা অনুযায়ী মুসলিম প্রত্যেকটি হবে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। 

উইল কিঃ 
উইল হল কোন সম্পত্তিতে একজনের অধিকার অন্য ব্যক্তির। উইল কার্যকর হয়- উক্ত উইলকারীর ব্যক্তির মৃত্যুর পর। 

উইলের ধরণঃ 
 -উইল লিখিত বা মৌখিকভাবে ও করা যায়। 

উইল করার যোগ্যতাঃ -যে কোন প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম উইল করতে পারবে। 

নিবন্ধনঃ -উইল করা বাধ্যতামূলক না। 
উইল করার ক্ষেত্রে সীমাবদ্ধতাঃ 
 -উইল করার ক্ষেত্রে মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি ইউজ করতে পারবে না। (যদি এক-তৃতীয়াংশের বেশি উইল করা হয় সে ক্ষেত্রে এটি কার্যকর হবে না।) 
- যদি তার উত্তরাধিকারী থেকে থাকে। 
ব্যতিক্রমঃ কোন উত্তরাধিকারী না থাকলে সম্পূর্ণ সম্পত্তি উইল করতে পারে। 
 -উত্তরাধিকারী বরাবর কখনোই উইল করা যাবেনা। ব্যতিক্রমঃ যদি উইল করা হয় উইলটি অনিয়মিত হবে।উইলকারীর মৃত্যুর পর যদি উত্তরাধিকারীগণ স্বীকৃতি প্রদান করে সে ক্ষেত্রে কার্যকর হবে। 



দান ও উইল এর মধ্যে পার্থক্যঃ 
 -দান সম্পূর্ণ সম্পত্তি করা যাবে এবং জীবন্ত অবস্থায় কার্যকর হবে। 
- কুইল সম্পন্ন সম্পত্তি করা যাবে না এবং এটি মৃত্যুর পর কার্যকর হবে।

No comments

Powered by Blogger.