আইন বিষয়সহ প্রায় ৫ হাজার হাঙ্গেরি সরকারী স্কলারশিপ ২০২০-২১ শিক্ষাবর্ষ।

২০২০-২১ শিক্ষা বর্ষে প্রায় ৫ হাজার বিদেশী শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স এবং ডক্টরাল হাঙ্গেরি তে পড়তে পারবে। হাঙ্গেরি  সরকার এর মাধ্যমে দেশটিতে বিদেশী শিক্ষার্থী বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে।
 
 আইন বিষয়সহ প্রায় ৫ হাজার হাঙ্গেরি সরকারী স্কলারশিপ ২০২০-২১ শিক্ষাবর্ষ।


যে সকল প্রোগ্রাম আবেদন করা যায়ঃ-
জেনারেল মেডিসিন, 
ফার্মেসী, 
ডেন্টিস্ট্রি, 
আর্কিটেকচার, 
আইন
ভেটেরিনারি সার্জারি, 
ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং সহ অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। 

স্কলারশিপের আওতায় যা যা পাবেনঃ-
 - টিউশন ফি
-মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১৩৫০০ টাকা স্টাইপেন্ড, 
-ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে যা প্রায় ৪৭ হাজার টাকা
- ক্যাম্পাসের ডরমিটিরিতে বিনা ভাতায় থাকার ব্যবস্থা। 

-উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ।
- মেডিকেল ইনস্যুরেন্স


আবেদনের যোগ্যতাঃ 
- বাংলাদেশী নাগরিক হতে হবে।
- অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে। বয়স ১৮ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না।
- আইইএলটিএস স্কোর ন্যূনতম ব্যান্ড স্কোর ৫ থাকতে হবে। [তবে সাবজেক্ট ভেদে আরো বেশি লাগতে পারে।]


তাই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্টটির  রিকোয়ারমেন্ট দেখে নিন।

যেসকল ডকুমেন্টগুলো লাগবে-

-মোটিভেশন লেটার
- আইইএলটিএস
স্কোর
- একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
- মেডিকেল সার্টিফিকেট
- পাসপোর্ট 

[ বিঃদ্রঃ যদি না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আইইএলটিএস দিয়ে আপলোড করতে দেয়া হবে]


আবেদন ও যাওয়ার বিভিন্ন তথ্যঃ
১৫ জানুয়ারি- Online এবং Sending Partnear (শিক্ষা মন্ত্রনালয়) কাছে আবেদন সাবমিট
২৮ ফেব্রুয়ারি- টেকনিক্যাল চেক এবং নমিনেশন প্রসেস
মার্চ থেকে মে- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন প্রক্রিয়া
জুন- ফলাফল
জুন থেকে জুলাই- ভিসা এপ্লিকেশন প্রসেস
সেপ্টেম্বর- হাঙ্গেরি তে আসা

Apply

To apply click Apply baton. 

শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত এই Applyঅনলাইনে আবেদন করতে হবে। 

এ ধনণের যেকোন তথ্য ও খবর পেতে আমাদের পেইজ -এ লাইক দিয়ে সাথে থাকুন ।

 About Us

Glorious Legal Education Centre

(Centre for Legal Study & Services)

এডভোকেটশীপ ও সহকারী জজ পরিক্ষায় সহায়তাকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন সহায়তা ও পরামর্শ কেন্দ্র।

Call Us: 016 00000 735
 

No comments

Powered by Blogger.