Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

৪১ তম বিসিএস -এর বিজ্ঞপ্তি প্রকাশ ২১৩৫ জন

৪১ তম বিসিএস -এর বিজ্ঞপ্তি প্রকাশ
 পদসংখ্যাঃ ২১৩৫ জন
41 BCS Circular 2019 

আবেদনঃ ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 কোন ক্ষেত্রে কতঃ -শিক্ষা ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে- প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে। -প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। -পুলিশে ১০০, -বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনকে নেওয়া হবে।

 -পররাষ্ট্রে ২৫ জন, -আনসারে ২৩ জন, -সহকারী মহাহিসাব রক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, -সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, -সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে। -পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন,

 -রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, -সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, -সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, -সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, -সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেওয়া হবে। -তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন,

 -সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, -সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, -সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে সহকারী প্রকৌশলী ৩৬ জন, -সহকারী বন সংরক্ষক ২০ জন। -সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, -বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, -কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, -বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন। -পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন,

 -খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, -বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন -সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জন!

মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।

No comments

Powered by Blogger.