💢 হিউম্যান ডগ 💢
 |
Human Dog |
ঢাকার হাতিরঝিলে 'হিউম্যান ডগ' পশ্চিমা সংস্কৃতির নামে পুরুষ নির্যাতন - আইন প্রণয়ন সময়ের দাবি।
গত ২৬ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে দেখা গেছে আকস্মিক এক নারীর হাতে 'মানব কুকুর'! কি সাংঘাতিক তাইনা? ব্যাপারটা খুব ভাবিয়ে তোলে, বাংলাদেশে অনেকেই এটার সাথে একদমই অপরিচিত। আর ইতিমধ্য মানব কুকুরের ছবি ভাইরাল হয়েছে ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে। অনেকে হিউম্যান ডগ শব্দটা নতুন শুনলেন হয়তো। এটা বিদেশি সংস্কৃতি। এটাকে এককথায় ট্যাবু বলে। দিনকেদিন পশ্চিমা সংস্কৃতি আমাদের সংস্কৃতিসহ সার্বিক বিষয়গুলোকে গ্রাস করছে।
ন্যাশনাল জিওগ্রাফি তে 'ট্যাবু' প্রোগ্রামটা দেখলে মোটামুটি ধারনা পাবেন।
'Secret Life of The Human pups' লিখে ইউটিউবে ডকুমেন্টারি টা দেখতে পারবেন। এ ছাড়াও Life of the Human Pups লিখেও সার্চ করতে পারেন।
বাংলাদেশের সমাজে এসব যায়না। কিন্তু কিছু মানুষ এটেনশন শিকার। সাধারণত আজকাল ভাইরাল হবার জন্য নানান পন্থা বেছে নেয়। তাই বলে ঢাকার রাস্তায় কোনো পুরুষকে 'হিউম্যান ডগ' বানিয়ে নারী হেটে বেড়াবে, এমনদৃশ্য হয়তো আমরা দেখতে চায়নি কিংবা এমন সংস্কৃতির সাথে আমরা বরাবরেরমতই অভ্যাস্ত নয়।
আমাদের দেশে নানা মহল হতে নারী নির্যাতনের বিষয়টি নিয়ে আওয়াজ তুললেও পুরুষ নির্যাতন নিয়ে মুখ খুলছেনা কেউ। সমাজ বদলাতে নারীদের পাশাপাশি পুরুষ নির্যাতন রোধের বিষয়ে আলোকপাত করা সময়ের দাবী।
নারীবাদিরা কখনো পুরুষ নির্যাতন নিয়ে
কথা বলেনা। এই মানব কুকুর বর্তমান বাংলাদেশে পুরুষ নির্যাতনের চিত্র সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এখন অবধি নিরবচ্ছিন্ন থেকেছে অনেক মহল। মাঝে মাঝে পুরুষ র্যাতনের আওয়াজ তুললেও, এনিয়ে কোন আইন বা রুল জারী হয়নি। বর্তমানে পুরুষ নির্যাতন রোধে পুরুষ নির্যাতন আইন গঠণ সময়ের দাবী।
সেই সাথে পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশকে কতটা গ্রাস করেছে সেটাও ভাবার বিষয়। বিশিষ্ট জনেরা পুরুষ নির্যাতন আইন পাশের আহবান করছে নানাবিধ চিন্তা করে। সব মহলেই এমন দাবি বর্তমানে প্রায় দৃশ্যমান।
গত ২৬ ডিসেম্বরের হাতিরঝিলের কিছু দৃশ্য তুলে ধরা হলো-
 |
হাতিরঝিলে হিউম্যান ডগ |
 |
মানুষকে কুকুরের মত করে চালানো। |
 |
পশ্চিমা সংস্কৃতি |
 |
বাংলাদেশেও পশ্চিমা সংস্কৃতি |
No comments