শিক্ষককে নির্যাতন ও হত্যার দায়ে ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত

সুদানের আদালত ২৯ গোয়েন্দার মৃত্যুদন্ড। 

সুদানে ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশ পাশাপাশি চার কর্মকর্তাকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। 

গত জানুয়ারিতে সুদানের পূর্বাঞ্চলীয় কাসালা প্রদেশে ওমর আল-বশির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন আহমাদ আল-খাইর যিনি একজন ষিক্ষক। এরপরই তাকে গ্রেপ্তারের পর বন্দি করে রাখেন গোয়েন্দা কর্মকর্তারা।

বন্দি অবস্থায় আহমাদ আল-খাইর নামের এক শিক্ষককে নির্যাতন ও হত্যার দায়ে সোমবার বিচারক সাদক আবদেল রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর শত শত মানুষ অমদুরমান আদালতের বাইরে জাতীয় পতাকা ও আহমাদ আল-খাইরের ছবি নিয়ে জমায়েত হয়ে আনন্দ–উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আদালতের রায়কে স্বাগত জানান।

শুধু মাত্র আহমাদ আল-খাইর নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব মতে, ওমর আল-বশিরের বিরুদ্ধে বিক্ষোভের জেরে অন্তত ১৭৭ জন নিহত হয়েছেন।


No comments

Powered by Blogger.