হাইকোর্ট প্রাকটিস পারমিশন এমসিকিউ পরিক্ষা বাতিলের সিদ্ধান্ত...........

হাইকোর্ট প্রাকটিস পারমিশন এমসিকিউ পরিক্ষা বাতিলের সিদ্ধান্ত।


হাইকোর্ট প্রাকটিস পারমিশন এমসিকিউ পরিক্ষা বাতিলের সিদ্ধান্ত চলছে বলে জানা গেছে। এক বিশেষ সূত্রে জানা যাগ গত ০৬/০১/২০১৯ ইং তারিখে বার কাউন্সিল কমিটির এক বিশেষ মিটিং-এ সুপ্রীম কোর্টের হাইকোর্ট প্রাকটিস পারমিশন এমসিকিউ পরিক্ষা বাতিলের প্রস্তাবে আলোচনায় এক পর্যায়ে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। 

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল-উর-রহমানের স্বাক্ষরিত গত ২৯ ডিসেম্বর দেয়া এক নোটিশে এ কথা জানানো হয়। এর আগে হাইকোর্টের আইনজীবী হতে কেবল লিখিত ও মৌখিক পরীক্ষার নিয়ম ছিল। পরবর্তী হাইকোর্ট পারমিশন পরীক্ষায় এমসিকিউ (MCQ) যুক্ত করা হয়েছে। 

পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১ ঘণ্টা। একই সঙ্গে হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতির জন্য এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের তারিখও ঘোষণা করা হয়েছে।

হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতির জন্য এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ ২০২০ সালের ১ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে ইহার কোন পরিবর্তন সাধিত হয়নি।

Glorious Legal Education Centre

(Centre for Legal Study & Services)

এডভোকেটশীপ ও সহকারী জজ পরিক্ষায় সহায়তাকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন সহায়তা ও পরামর্শ কেন্দ্র।

Call Us: 016 00000 735

No comments

Powered by Blogger.