Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

এমসিকিউ পরিক্ষার তারিখ হতে পারে পরিবর্তন: আজ বার কাউন্সিল রিটের রিভিউ’র শুনানী।

এমসিকিউ পরিক্ষার তারিখ হতে পারে পরিবর্তন: আজ বার কাউন্সিল কর্তৃক দাখিলকৃত পরিক্ষার্থীদের করা রিটের বিরুদ্ধে সিভিল রিভিউ’র শুনানী।

আজ ০৯/০১/২০  রোজ বৃহস্পতি বার ০৯:০০ টায় আপিল বিভাগের কোট নং ১ এ প্রধান বিচারপতির নেতৃত্ব শুনানি হবে বার কাউন্সিল কর্তৃক দাখিলকৃত পরিক্ষার্থীদের করা রিটের বিরুদ্ধে সিভিল রিভিউর শুনানী।  আইটেম নং ১৮৪, সি আর পি ৪৪৩/২০১৯ । 


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক (সম্মান) উত্তীর্ণ শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন ও ফরম পূরণে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ২৭ অক্টোবর ২০১৯ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যদের বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ফলে ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী আইনজীবী তালিকভুক্তির পরীক্ষায় অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না। 

কিন্তু গত ২৭ অক্টোবর ২০১৯ এ আদেশের বিরুদ্ধে সিভিল রিভিউ দাখিল করেন আজ এত্র রিভিউর শুনানী দিন ধার্য আছে যা  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যদের বিচারপতির বেঞ্চ এ শুনানী সকাল ৯;৩০ মিঃ অনুষ্ঠিত হবে বলে জানা যায়। হতে পারে এমসিকিউ পরিক্ষার পরিবর্তনও। আগামী ২৮/০২/২০২০ ইং তারিখের বার কাউন্সিল কর্তৃক ঘোষণাকৃত পরিক্ষার বাকী শিক্ষার্থীদের নেই রেজিস্ট্রেশন কিংবা প্রবেশপত্র প্রদান তথাপি এখন অবধি এমসিকিউ পরিক্ষার কোন রকম প্রস্তুতিও।
২৮ ফেব্রুয়ারী ২০২০
২০১৪ সালের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন বিষয়ে শিক্ষার্থী ভর্তিতে ৫০ জনের আসন নির্ধারণ করে দেয়। ওই নির্দেশনা না মেনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগে প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিচ্ছিল না বার কাউন্সিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে সাউথইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি ও টাইমস ইউনিভার্সিটি ফরিদপুরের শিক্ষার্থীরা। এ ১১টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী রয়েছে যারা নিবন্ধন ও ফরম পূরণের সুযোগ পাননি।




No comments

Powered by Blogger.