করোনা মহামারির মধ্যে ৪১তম বিসিএস পরীক্ষা ১৯ মার্চ পেছাতে হাইকোর্টে রিট।



করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না বিসিএস পরীক্ষার্থীরা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চান। এজন্য ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে তারা হাইকোর্টে রিট করেছেন।

গত সোমবার পিএসসি কর্তৃক জানিয়েছেন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ৪১ তম বিসিএস। ইতিমধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছেন পিএসসি।

রিটের বিষয়টি সংশ্লিষ্ট সুত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হতে পারে।এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

1 comment:

  1. Sports Betting - Mapyro
    Bet the งานออนไลน์ moneyline from wooricasinos.info 1:25 https://access777.com/ PM to 11:00 PM. See more. MapYO Sportsbook features live odds, 메이피로출장마사지 live streaming, herzamanindir.com/ and detailed information.

    ReplyDelete

Powered by Blogger.