নির্যাতিত সুপ্রিম কোর্টের আইনজীবীর জামিন এবং আইনজীবী সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন।
![]() |
| নির্যাতিত সুপ্রিম কোর্টের আইনজীবীর জামিন এবং আইনজীবী সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন। |
কয়েকদিন ধরে ব্যাপক আলোচিত ঘটনা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি এবং ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট ইব্রাহিম খলিলকে আইন-শৃঙ্খলা বাহিনী কতৃক নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় নিন্দা ও মুক্তি দাবি আজ রবিবার দুপুর ১২:০০ টায় ঢাকা মূখ্য মহানগর হাকিম সাহেবের আদালত নং ০৪ এ জামিন শুনানিকে ঘিরে দলমত নিমিষে আইনজীবীদের প্রতি অমানবিক নির্যাতনের বিরুদ্ধে কর্মসূচী ঘোষণা করেন এবং আইনজীবী সুরক্ষা আইনের দাবীতে মানববন্ধন করেন।
অবশেষে দুপুর ১২:০০টায় সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ ইব্রাহিম খলিলের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম সাহেবের আদালত। এমন নির্যাতনের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাধারণ আইনজীবীবৃন্দ।
জানাগেছে যে, পূর্বের জের ধরে মিথ্যা মামলায় অভিযুক্ত করে গ্রেফতার দেখিয়ে অমানবিক নির্যাতন করেন আইনজীবীকে। ভবিষ্যতে এহেন সংক্রান্ত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই হিসেবেই আইনজীবীদের দাবী আইনজীবী সুরক্ষা আইনের।

No comments