Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

তুর্কির ব্রুসলারী, জাপানের মেক্সট ও ব্রুনাই স্কলারশিপ মার্চ থেকে এপ্লাই টিকেটসহ ফ্রী এবং প্রতি মাসে হাত খরচ হাজার-লক্ষ টকা।

 

তুর্কি, জাপান ও ব্রুনািই স্কলারশিপ টিকেটসহ ফ্রী এবং প্রতি মাসে হাত খরচ হাজার-লক্ষ টকা।

বাংলাদেশ থেকে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে বিনা পয়সায়, বিনা টাকায় পাবে হাত খরচ। এটা শুনে অনেকে অবাক হয়েছ ভাবছেন অসম্ভব। স্কলারশিপের সাথে সুযোগ রয়েছে আয়েরও। আজকে তুর্কির ব্রুসলারী, জাপানের মেক্সট ও ব্রুনাই স্কলারশিপ নিয়ে আলোচনা করবো। এছাড়াও রাশিয়া,মিশর কোরিয়া এগুলারও স্কলারশিপতো রয়েছেই।

ব্রুসলারী স্কলারশিপঃ
ব্রুসলারী স্কলারশিপ হচ্ছে তুরস্কের গভঃ স্কলারশিপ যেটাকে মূলত বলা হয় তুর্কি ব্রুসলারী স্কলারশিপ।"
এটা অন্যতম সেরা স্কলারশিপ। এগুলার কথা বেশিরভাগ স্টুডেন্টই জানে না। যারা জানে তারাই কাজের কাজ করে। তাই আজ তোমাদের জানানোর জন্যই আমাদের এই প্রয়াস। ব্রুসলারী স্কলারশিপ প্রথমেই বলেছি এটা তুরস্কের গভঃ স্কলারশিপ। যিনি এই স্কলারশিপ পাবে তিনি বিনা পয়সায় বিনা টাকায় তুরস্কে গিয়ে যে কোন  বিশ্ববিদ্যালয় পড়তে পারবে। এই স্কলারশিপের জন্য কোন প্রকার টাকা লাগবে না। ইহা প্রাপ্ত হলে সে স্টুডেন্টের টিউশন ফি,থাকার খরচ, খাওয়া খরচ সব তুর্কি গভঃমেন্ট দিবে। প্রতিমাসে শুধু হাত খরচের জন্যই পাবে প্রায় ১৫ হাজার টাকা। এবং তুর্কি সরকার হাত খরচের জন্য সেই স্কলারশিপ প্রপ্ত স্টুডেন্টকে প্রদান করবে ১৫ হাজার টাকা! এছাড়াও বাংলাদেশ থেকে যাওয়ার বিমান খরচটাও তারা দিবে।
 
কিভাবে এপ্লাই করবেন:
খুবই সহজ পদ্ধতিতে এপ্লাই করতে পারবেন এবং এপ্লাই করতে কোনো টাকা লাগে না। এপ্লাই করাটাও খুবই সহজ। অনলাইনে এপ্লাই করতে হয়। এই স্কলারশিপটা মূলত মার্চ-এপ্রিলের দিকে ছাড়ে। তাই ভালোভাবে খোজঁ খবর রাখবে। এখানে স্কলারশিপ প্রত্যশিত স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সাইন্স, সাইন্স, বিবিএ, মানবিক তোমার ইচ্ছানুযায়ী এপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল সাইন্সের জন্য ভালো পয়েন্ট থাকাটা উচিত। কারন যেই বিশ্ববিদ্যালয়গুলাতে যাবে সেগুলা ওয়াল্ডের সেরা বিশ্ববিদ্যালয়।
 
ভাইভা সংক্রান্তঃ
এছাড়া এখানে কোনো এক্সাম হয় না। এপ্লাই করার পর তারা তোমার প্রোপাইল দেখে ভালো লাগলে তোমাকে ভাইভায় ডাক দিবে। এই ক্ষেত্রে ভাইভা ডেকে জাস্ট স্টুডেন্টের সাথে ভাইভায় কথা বলবে। সিম্পল কিছু আস্ক করবে। তোমাকে ভালো লাগলেই তোমাকে নিবে। তারা আপনার সাথে কথা বলে, আপনাকে দেখেই বুঝবে আপনি এটার উপযুক্ত কিনা! উপযুক্ত হলেই এই স্কলারশিপটা আপনার। তবে এই স্কলারশিপে ভাগ্যেটা খুব বেশি ডিপেন্ড করে। তাই নিজের ভাগ্যকে টেস্ট করার জন্য হলেও ট্রাই করা উচিত। আর এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকলে আরও বেশি ভালো হয়।
 
বিশ্ববিদ্যালয় ও তার মানঃ
বেশিরভাগ সেরা বিশ্ববিদ্যালয় ওয়াল্ডের সেরা পাঁচশ ইউনিভার্সিটির মধ্যে! ওখানের কয়েকটা সেরা বিশ্ববিদ্যালয়গুলা হচ্ছে- বোগাইছি ইউনিভার্সিটি, গাজী ইউনিভার্সিটি, ইস্তান্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, ইস্তানবুল ইউনিভার্সিটি, আংকারা ইউনিভার্সিটি সহ আরও অনেক অনেক। একটু ইউটিউব চেক করে দেখলেই বুঝতে সহজ হবে কিংবা মেসেজ করে জেননে নিতে পারেন। আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলাও দেখার মত। আর ক্যাম্পাস সুযোগসুবিধা হিউজ। আপনি গুগল সাহায্য নিয়ে জেনে নিতে পারেন।


মেক্সট স্কলারশিপঃ
মেক্সট হচ্ছে জাপানের স্কলারশিপ। এটা অনেক বিখ্যাত স্কলারশিপ। বিখ্যাত এজন্য এটার জন্য একটু কস্ট করতে হবে।
এই স্কলারশিপ পেলেও আপনি সব ফ্রী পাবেন। একদম সব ফ্রী! এটাতে শুধু হাত খরচের জন্যেই প্রতিমাসে পাবেন প্রায় ১ লাখ ২০ হাজার টাকা! ১ লাখ ২০! স্বপ্ন না এটাই সত্যি! আর টিউশন ফি, থাকার খরচ, খাওয়ার খরচ সব জাপানের সরকার।
 
এপ্লাই ও সিলেক্টঃ  
আপনি এপ্লাই করার পর আপনাকে সিলেক্ট করলে আপনি এক্সাম দিয়ে স্কলারশিপটা নিতে হবে। কঠিন বলতে যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এপ্লাই করো আপনাকে ফিজিক্স, কেম, ম্যাথ ইংলিশের উপর এক্সাম দিতে হবে। যদি আপনি মেডিকেল চান তাহলে ফিজিক্স, কেম, বায়োলজি, যদি তুমি বিবিএ, মানবিক চান তাহলে ইংরেজী, জেনারেল ম্যাথ এগুলার উপর এক্সাম দিতে হবে। এক কথায় আপনার আইডিয়া থাকতে হবে। কজ এই স্কলারশিপটা ট্যালেন্ট দেখেই দেওয়া হয়। এটা পেলে তুমি জাপানের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে।
 
এপ্লাই কখন ও কিভাবেঃ
এটার সার্কুলার এপ্লিল থেকে জুনের মধ্যে দেয়। তাই অবশ্যই খোঁজ রাখবে। অনলাইন এপ্লাই! খুবই ইজি! তবে এটায় একটু সামান্য ঝামেলা বিষয় হচ্ছে অনলাইন এপ্লাই করে সেই ফরমটা নিয়ে সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয়ে গিয়ে জমা দিতে হয়। এই একটু ঝামেলার জন্য অনেকে আলসেমি দেখায়! কিন্তু এটা একটা বিখ্যাত স্কলারশিপ! এটা পেলে আপনার ডিমান্ড কোথায় যাবে আপনি নিজেও জানেন না। তাই একটু কস্ট তো করতেই হবে। এই দুইটা স্কলারশিপই অনেক পাওয়ারফুল স্কলারশিপ। একবার আপনি এই স্কলারশিপগুলার স্টুডেন্ট হলে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
 
ব্রুনাই স্কলারশিপঃ
এটার সার্কুলার ফ্রেবুয়ারীর মধ্যেই হয়ে থাকে। এটাতেও সব ফ্রী, হাত খরচের জন্য পাবে প্রতিমাসে প্রায় ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। এটাতে এক্সাম নেই অনেকটা তুরস্কের মতই সিলেক্ট করবে। এটাও অনেক ভালো একটা গভঃ স্কলারশিপ।
সেখানে আরেকটা স্কলারশিপ থাকবে যেটার সুবিধা অনেক বেশি। সেটাও অনেক নামকরা স্কলারশিপ। ওটা পেলে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনেক অনেক সুবিধা। সেটাতে স্কলারশিপ সংখ্যাও অনেক বেশি। 
 
এছাড়াও রাশিয়া,মিশর কোরিয়া এগুলারও স্কলারশিপ আছে। একটু খোঁজ নিতে হবে। আমরা আপনার আগ্রহ তৈরী করার

No comments

Powered by Blogger.