Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

আইনজীবী ও আইনপেশা: আইনানুযায়ী বিশ্লেষণ এবং আইনজীবীদের ভূমিকা।

Glorious Legal Education Centre
আইনজীবী ও আইনপেশা: আইনানুযায়ী বিশ্লেষণ এবং আইনজীবীদের ভূমিকা।


আইনজীবী হলেন একজন আইন ক্ষেত্রে পেশাজীবী ব্যাক্তি ‍যিনি অন্য কারো পক্ষে বা প্রতিনিধি হয়ে আইনী সমস্যা সমাধান করেন বা কোন ব্যাক্তির (ক্লাইন্ট) প্রতিনিধিত্ব করেন। তিনি প্রকাশ্যভাবে কোনও সুনির্দিষ্ট কারণ বা নীতিকে সমর্থন বা সুপারিশ করেন কোন আদালত কিংবা মজলিসে। ভিন্ন দেশের আইনজীবীকে বিভিন্ন নামে সম্মোধন করা হয় ব্যারিস্টার, অ্যাটর্নী, সলিসিটর, প্রসিকিউটর কিংবা ল’য়ার ইত্যাদী আইনজীবী নির্দেশ করে তবে বিচারীক প্রক্রীয়া ভিন্ন বলে একেকদেশে একএকভাবেও কার্যসম্পাদন করা  হয়ে থাকে।

আমাদের দেশে প্রচলীত আইনানুযায়ী, The Bangladesh legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 2 (a) মোতাবেক অ্যাডভোকেট বলতে তাকে বুঝায় যিনি অত্র আদেশের বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হয়েছেন।

 
The Code of Civil Procedure, 1908 (১৯০৮ সালের ৫ নং আইন) এর ধারা- ২(১৫), The Code of Criminal Procedure, 1898 (১৮৯৮ সালের ৫ নং আইন) এর ৪(১)(ক) ধারা এবং সাংবিধানিক আইন মতে অ্যাডভোকেট বলতে এমন ব্যক্তিকে বুঝায় যিনি অপরের পক্ষে আদালতে হাজির হবার ও যুক্তিতর্ক পেশ করার অধিকার রাখেন।
 
এছাড়াও ‘The General Clauses Act, 1897’’ -এর ৩ ধারার ২(ক) দফা মতে, অ্যাডভোকেট বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায়, যিনি The Bangladesh legal Practitioners and Bar Council Order and Rules-1972 [President’s Order No. 46 of 1972] -এর অধীনে তালিকাভুক্ত হয়েছেন।
 
দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা রয়েছে। আইনজীবীরা যুক্তিতর্কের মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে সমাজকে পরিশুদ্ধ করতে হবে। আইনজীবীরা সমাজের প্রকৌশলী ও সহজাত নেতা সত্যকে সত্য বলার মতো সৎ সাহস আইনজীবীরাই রাখেন। আমাদের সমাজ বির্নিমানে আইনজীবীদের ভূমিকা অপরিসীম।
 
Chief Content Creator @ GLEC
Glorious Legal Education Centre
(Centre for Legal Study and Services)
01600000735, glorious.lawedu@gmail.com 

No comments

Powered by Blogger.