বার কাউন্সিল ভাইভা পরিক্ষা প্রস্তুতি, গাইডলাইন এবং সম্ভাবনা: বিশ্লেষণাত্মক। GLEC

বার কাউন্সিল ভাইভা পরিক্ষা প্রস্তুতি, গাইডলাইন এবং সম্ভাবনা: বিশ্লেষণাত্মক।
Glorious Legal Education Centre
বার কাউন্সিল ভাইভা পরিক্ষা প্রস্তুতি, গাইডলাইন এবং সম্ভাবনা: বিশ্লেষণাত্মক।


আইনজীবী হিসেবে তালিকাভুক্তির শেষ ধাপে ভাইভা পরিক্ষায় যারা অংশগ্রহণ করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করে একটি বিশ্লেষণাত্মক ও ভাইভা গাইডলাইন আপনাদের অবগত করা জরুরি। আপনারা সকলেই নিশ্চয়ই অবগত আছেন, ২০২০ সালের এমসিকিউ এবং লিখিত পরিক্ষা অন্যান্য সময়ের তুলনায় একটি ভিন্ন এবং গতানুগতিকের বাহিরে। সাধারণত ভাইভা পরিক্ষা যারা অংশগ্রহণ করেন তারা আইনজীবী হওয়ার যোগ্যতা রাখেন কারন তারা অন্য দুটি কঠিন ধাপ অতিক্রম করে এসেছে। তবে একজন আইনজীবীর বাচনভঙ্গি, কথা ও শারিরীক অঙ্গভঙ্গিও পজিটিভ থাকা জরুরি।

২০২০ পরিক্ষার্থী সম্পর্কে ধারনাঃ
২০২০ সালে এমসিকিউ পরিক্ষায় প্রায় ৪৫০০০ জন থেকে লিখিত পরিক্ষার জন্য ৮৭৪৩ জন এবং পূর্বের অথাৎ ২০১৭ সালের প্রায় ৩৫০০ জনসহ প্রায় ১২০০০ জন লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরিক্ষায় যদি প্রায় ৭০০০≠ জন কৃতকার্য হয় তাহলে পূর্বের ১০০০ জন সহ ধরুন প্রায় ৮০০০ জন ভাইভা অংশগ্রহণ করবে।

সাধারণত ভাইভাতে আটকানো হয়না। ২০১৪ সালে প্রায় ১৫০ জন, ক্রমানুসারে ২০১৮ সালে প্রায় ১০০০ জন শিক্ষার্থী ভাইভাতে অনুমতি লাভে ব্যার্থ হয়।

প্রশ্নের ক্ষেত্র সমূহঃ
কাজেই বর্তমান সময় গতানুগতিকের বাহিরে হবে এমনটাই স্বাভাবিক। একটা যথাযথ  গাইডলাইড জরুরি। চলুন আমরা প্রথমে ভাইভা পরিক্ষায় কোন কোন বিষয়সমূহ থেকে প্রশ্ন হয় সেটি জেনে নেই। পরবর্তীতে কি কি ধরনের প্রশ্ন আমরা জানবো।

১) ব্যাক্তিগত প্রশ্ন: নাম, অর্থ, জেলা, বার ইত্যাদি।
২) বিশ্ববিদ্যালয়/কলেজ: নাম, এলএল.বি, এলএল.এম, কোর্স।
৩) সিনিয়র: নাম, ক্ষেত্র, কেমন, আপনার কাজ ও সময়।
৪) আইনজীবী ও আইনপেশা: কি, আপনি কেন চান ইত্যাদি।
৫) আইন অঙ্গন: বিচারপতি, অ্যাটর্নি, বার, জুডিশিয়ারি, আইনজীবী সমিতি ও বারের বিচারক।
৬) আইনের প্রাথমিক ধারণা:
৭) সিলেবাসভুক্ত ৭টি আইন: দণ্ডবিধি, ফৌজদারী ও সাক্ষ্যসহ অন্যান্য ৪টি।
৮) সংবিধান: পদসমূহ, ও অধিকার।
৯) অন্যান্য গুরুত্বপূর্ণ আইন: নারী শিশু, মাদক, এনআইএ্যাক্ট, কোর্ট এ্যাক্ট ও এখতিয়ার, ট্রাইব্যুনাল, যৌতুক, বন্টন, অর্থ, দ্রুত বিচার, ইত্যাদি।
১০) ডায়েরী: লিপিবদ্ধ ১০টি মামলা সম্পর্কে অবগত ও ডায়রি যথাযথ ভাবে লিপিবদ্ধ।

এছাড়াও আপনারা আমাদের Glorious Legal Education Centre (GLEC) সথে যুক্ত থেকে ভিন্ন তথ্য ও গাইডলাইন পাবেন।

বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২০২০ বিগত ১৯/১২/২০২০ ইং তারিখে অনুষ্ঠিত হয় যার ৯ টি কেন্দ্রের মধ্য থেকে পাঁচটি কেন্দ্র পরীক্ষা বাতিল করা হয় এবং সেটি পরবর্তীতে দ্বিতীয় ধাপে গত ২৭/০২/২১ ইং তারিখে অনুষ্ঠিত হয়।

যেহেতু বর্তমান বাংলাদেশ বার কাউন্সিলের
লিখিত পরীক্ষার দায়িত্ব জুডিশিয়ারির নিকট অর্পন করা হয়েছে সেহেতু আশা করা যাচ্ছে যে আগামী তিন মাসের মধ্যে খাতাগুলো দেখা সমাপ্ত হবে। আগামী মে মাসে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তরের পরপরই বর্তমান লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে। যদি আগামী জুন-জুলাইয়ের দিকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় আশা করা যাচ্ছে অগাস্ট সেপ্টেম্বর এর দিকে ভাইভা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাইভা পরবর্তী এক মাসের মধ্যে রেজাল্ট প্রদান করা হবে পরবর্তী আইনজীবী হিসেবে বিভিন্ন বারগুলোতে সদস্যভুক্ত হবে। আশা করা যাচ্ছে এবছই আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি সমাপ্ত হবে।

নতুন আরেকটি আশার বাণী হচ্ছে আশা করা যাচ্ছে এই বছরেই বাংলাদেশ বার কাউন্সিলের নতুন আরেকটি  এমসিকিউ পরিক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হবে। নতুনভাবে ফরমপূরণ হতে পারে আগামী জুন-জুলাইয়ের মধ্যেই।

No comments

Powered by Blogger.