Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

Bar Council Viva Exam Postponed due to Lockdown/Restrictions || Next Date || Viva Exam

বার কাউন্সিল পরিক্ষা স্থগিত। পরবর্তীতে করোনা পরিস্থিতি লকডাউন শেষে বার কাউন্সিল পূণরায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 

 


Bar Council Viva Exam Postponed due to Lockdown/Restrictions || Next Date || Viva Exam ||

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইভা পরিক্ষা ২৫ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে পড়েছে। গত ১৩ জুলাই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, লকডাউন ২২ জুলাই অবধি শিথিল হচ্ছে। কিন্তু আগামী ২৩ জুলাই ভোর ৬ টা থেকে ০৫ আগস্ট পর্যন্ত লকডাউনে সরকারি, আধাসরকারী, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত  প্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

বার কাউন্সিলের ২৫ জুলাই ভাইভা পরিক্ষা যে কারণে হচ্ছে না || স্থগিত || Viva Exam || Bar Council || GLEC



চলমান লকডাউনে অফিসের কার্যক্রম সীমিত পরিসরে খোলা রাখার জন্য নোটিশ প্রদান করলেও সরকারি বিধিনিষেধের জন্য পূণরায় বন্ধ ঘোণনা করের অফিনের কার্যক্রম। কাছেই আগামী ২৩ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকিবে। চলতি জুলাই মাসের ২৫ তারিখ হতে বার কাউন্সিল ভাইভা পরিক্ষার নোটিশ প্রদান করা থাকলেও এমতাবস্থায় স্থগিত  কাউন্সিলের ভাইভা পরিক্ষা। 

আজ বাংলাদেশে বার কাউন্সিল তালিকাভুক্তি কমিটি নোটিশ দিয়ে বিষয়টি নিশ্চিত করবেন।

#VivaExam #BarCouncilVivaExam #বার_কা্উন্সিলওজুডিশিয়ারী_ভাইভা_স্থগিত #GloriousLeaglEducationCentre


No comments

Powered by Blogger.