বার কাউন্সিলের ২৫ জুলাই ভাইভা পরিক্ষা যে কারণে হচ্ছে না || অনিশ্চিত || Viva Exam || Bar Council || GLEC
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইভা পরিক্ষা ২৫ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিশ্চিত হয়ে পড়েছে। আজ ১৩ জুলাই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, লকডাউন ২২ জুলাই অবধি শিথিল হচ্ছে। কিন্তু আগামী ২৩ জুলাই ভোর ৬ টা থেকে ০৫ আগস্ট পর্যন্ত লকডাউনে সরকারি, আধাসরকারী, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
![]() |
বার কাউন্সিলের ২৫ জুলাই ভাইভা পরিক্ষা যে কারণে হচ্ছে না || অনিশ্চিত || Viva Exam || Bar Council || GLEC |
চলমান লকডাউনে অফিসের কার্যক্রম সীমিত পরিসরে খোলা রাখার জন্য নোটিশ প্রদান করলেও সরকারি বিধিনিষেধের জন্য পূণরায় বন্ধ ঘোণনা করের অফিনের কার্যক্রম। কাছেই আগামী ২৩ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকিবে। চলতি জুলাই মাসের ২৫ তারিখ হতে বার কাউন্সিল ভাইভা পরিক্ষার নোটিশ প্রদান করা থাকলেও এমতাবস্থায় অনিশ্চিত বার কাউন্সিলের ভাইভা পরিক্ষা।
শীঘ্রই বাংলাদেশে বার কাউন্সিল তালিকাভুক্তি কমিটির মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করবেন।
No comments