Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার করোনায় মৃত্যু।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিঃ জুঃ ম্যাজিঃ সানিয়া আক্তার। ছবিঃ সংগৃহীত 


শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রধান সমন্বয়ক ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামানের বরাত দিয়ে আমাদের বরিশাল সংবাদদাতা জানিয়েছেন, সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত ১২ জুলাই করোনা আক্রান্ত হন। তারা স্বামী ও একই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।

সানিয়া আক্তার ও তার স্বামী কেএইচএম ইমরানুর রহমান গত ১২ জুলাই ঝালকাঠিতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করলে উভয়ই করোনা পজিটিভ হন। ইমরানুর রহমানের শারীরিক অবস্থায় ভালো থাকলেও তার অন্তঃসত্ত্বা স্ত্রী খুবই অসুস্থ ছিলেন। তাকে ওই দিনই ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।'

'পরে শারীরিক অবস্থা অবনতি হলে সানিয়া আক্তারকে ১৬ জুলাই রাত সাড়ে ৭টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাকে কেবিনে হাই-ফ্লো ন্যাজেল কানুলায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।'

No comments

Powered by Blogger.