এন আই এ্যাক্ট মামলার তামাদি বর্ধিতকরণ এবং শেষ হলে খোরার দিন ছাড়াও কত দিনের মধ্যে মামলা দায়ের || NIAct || GLEC ||

আদালতের লকডাউনের কার্যক্রম বিধিনিষেধ অবস্থায় আদালত বন্ধ থাকায় এন আই এ্যাক্ট মামলার তামাদি নির্ধারিত থাকায় এবং বিশেষ আইন হওয়ার কারণে তামাদি সুনির্দিষ্ট।

চেকের মামলার তামাদি 


আদালত বন্ধ অবস্থায় মামলা দাখিলের তামাদি অতিবাহিত হলে আদালত খোলার দিল দাখিলের বিধান থাকলেও, বিগত ২৩ জুলাই বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৪ নং ক্রমিকে এন আই এ্যাক্ট মামলার তামাদি আদালত বন্ধ অবস্থায় অতিবাহিত হলে আদালত সশরীরে কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ৭ দিনের জন্য বর্ধিত করা হলো অথাৎ পরবর্তী ৭ দিনের মধ্যেই মামলা দায়ের করতে হবে।

No comments

Powered by Blogger.