এন আই এ্যাক্ট মামলার তামাদি বর্ধিতকরণ এবং শেষ হলে খোরার দিন ছাড়াও কত দিনের মধ্যে মামলা দায়ের || NIAct || GLEC ||
আদালতের লকডাউনের কার্যক্রম বিধিনিষেধ অবস্থায় আদালত বন্ধ থাকায় এন আই এ্যাক্ট মামলার তামাদি নির্ধারিত থাকায় এবং বিশেষ আইন হওয়ার কারণে তামাদি সুনির্দিষ্ট।
![]() |
চেকের মামলার তামাদি |
আদালত বন্ধ অবস্থায় মামলা দাখিলের তামাদি অতিবাহিত হলে আদালত খোলার দিল দাখিলের বিধান থাকলেও, বিগত ২৩ জুলাই বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৪ নং ক্রমিকে এন আই এ্যাক্ট মামলার তামাদি আদালত বন্ধ অবস্থায় অতিবাহিত হলে আদালত সশরীরে কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ৭ দিনের জন্য বর্ধিত করা হলো অথাৎ পরবর্তী ৭ দিনের মধ্যেই মামলা দায়ের করতে হবে।
No comments