অবসরে গেলেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি আবু বক্কর সিদ্দিক || আপিল বিভাগ || GLEC
![]() |
আপিল বিভাগের মাননীয় বিচারপতি আবু বক্কর সিদ্দিক |
আজ ১৫ জুলাই বৃহস্পতিবার অবসরে গেলেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি আবু বক্কর সিদ্দিক। সংবিধান অনুযায়ী, বিচারপতিদের অবসরে যাওয়ার বয়স ৬৭ বছর। তাঁর অবসর নেওয়ার কথা ছিল ২৮ জুলাই। কিন্তু অবকাশকালীন ছুটি এবং অফিসিয়াল ছুটি শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় আজ ১৫ জুলাই বৃহস্পতিবার ছিল তার শেষ কর্ম দিবস।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিগন ও আইনজীবীরা ভার্চুয়াল মাধ্যমে বিদায় অনুষ্ঠানে যুক্ত হন।
এ উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
The Casino at Harrahs Cherokee - Mapyro
ReplyDeleteThe Casino at Harrahs Cherokee 충주 출장샵 is located at 777 Casino Drive, Cherokee, North 양산 출장안마 Carolina 28719. The 동두천 출장마사지 casino offers 경산 출장샵 3,000 slots, 70 table games, 부산광역 출장안마