Welcome to Glorious Legal Services Firm and Education Centre. A Trusted and Traditional Leading Law Firm and Education Centre in Dhaka, Bangladesh. Glorious Legal Services Firm for Legal Solution of Our Respected Client's and Glorious Legal Education Centre for Legal Education and Research for Legal Students and who want to practice in Legal Area.

তামাদির সময়সীমা বর্ধিত করেই রায় দিয়েছে আপীল বিভাগ । মামলা দায়ের তামাদি সংক্রান্ত আর কোন জামেলা রইলো না। || Appellate Division || GLEC

বিগতঢ় ৫ই এপ্রিল, ২০২১ ও তৎপরবর্তী সময়ে মামলা দায়েরে তামাদির সময়সীমা ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত বৃদ্ধি করে রায় দিয়েছে আপীল বিভাগ। এছাড়া হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল আদালতে যে সকল মামলার আদেশ হয়েছে, সেগুলোর ক্ষেত্রে উক্ত সময়সীমা অর্থাৎ ৩১শে আগস্ট, ২০২১ এর মধ্যে নিয়মিত বেন্চে মামলা দাখিল করতে হবে। অন্যথায় ভার্চুয়াল আদালতের অন্তর্বর্তী আদেশ বাতিল বলে গণ্য হবে। 



 বাংলাদেশের বিজ্ঞ এটর্ণি জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও এডভোকেট জনাব মোতাহার হোসেন সাজু গত ১৬ই আগস্ট মাননীয় প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের দৃষ্টিতে বিষয়গুলো আনলে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেন্চ গতকাল ১৭ই আগস্ট উক্ত বিষয়ে রায় প্রদান করেন। যেটি আজ ১৮ই আগস্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, রায়ের কপি সংযুক্ত। 

এই রায়ের মাধ্যমে করোনাকালে তামাদি হওয়া মামলা দায়েরে আর কোন বাধা রইলো না। কৃতজ্ঞতা প্রাকাশ করেছেন আপীল বিভাগের প্রতি।

1 comment:

  1. Lucky Club Live Casino UK - Lucky Club Live Casino
    Lucky Club Live Casino UK. Check Lucky Club Live Casino website for reviews, opening hours & payment methods. Find out more here. luckyclub.live Join now.

    ReplyDelete

Powered by Blogger.