ব্যর্থতাই সফলতার ইতিহাস সৃষ্টির সহায়ক। - আ্যাডভোকেট আবদুর রব পারভেজ রবি।

Success Story by Advocate Abdur Rob Parvez Robi
ব্যর্থতাই সফলতার ইতিহাস সৃষ্টির সহায়ক।

মানুষের প্রায় প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে কোন না কোন ব্যর্থতার ইতিহাস। আমরা কোন কাজ করতে গিয়ে ব্যর্থ হলেই পিছু হাটি যা একদমই ইতিহাস আমাদের শিক্ষা দেয়নি। ব্যর্থতা থেকেই সফলতার ইতিহাস সৃষ্টি হয়েছে যুগেযুগে অনুপ্রেরণায়। সেই ব্যর্থতার গ্লানিকে কেন্দ্র করেই পরবর্তীতে সফলতার ইতিহাস অর্জন করে ঠায় করে নিয়েছেন ইতিহাসের সফলতার অংশীদারিত্ব।

যেমন অ্যমেলিয়া এরারহার্ট (১৮৯৭-১৯৩৭) যিনি প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান চালান। তিনি চেয়েছিলেন পৃথিবীর প্রদক্ষিণ যা বিষুব রেখা বরাবর জয় করতে কিন্তু ব্যর্থ হলেন। তার চেষ্টাকে কেন্দ্র করেই পরবর্তীতে যা করে দেখালেন ভেলেন্টিনা তেরেসকোভা। ব্যর্থ হয়েও সফল অ্যমেলিয়া এয়ার হার্ট।

অ্যাপোলো ১৩ ছিলো চাঁদের অভিমুখে চালানো ১ম অভিযান যা ১৯৭০ সালে মোট তিন আরোহী যাত্রা করে ব্যর্থ হয়েছেন। সেই প্রচেষ্টার জের ধরে চাঁদে পা রাখলেন নিল আর্মস্ট্রং।

জর্জ ম্যালোরি ১৯২৪ সালে মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে ব্যর্থ হলেও, তার দেখানো পথ ধরে পরবর্তীতে সফলতার মুকুট অর্জন করেন হিলারি ও তেনজিং।

এস এ আন্দ্রেই, নাট ফ্রাঙ্কেল ও স্টিন্ডবারগ উত্তর মেরুতে বেলুন অভিযান চালিয়ে জয় করতে ব্যর্থ হলেও তার পথ ধরেই নানাভাবে উত্তর মেরু জয়ের সাফল্যের মুকুট পরেন।

কাজেই প্রতিটি সফলতার পেছনের ব্যর্থটার গল্পটা ইতিহাসে ঠায় করে নিতে না পারলেও সেই ব্যর্থতাটা অনুপ্রেরণা যোগিয়ে সফলতার মুকুট অর্জন করতে কাউকে না কাউকে পথ দেখিয়েছেন। কাজেই ব্যর্থ হয়ে চুপসে না গিয়ে মাকড়সার গল্পের অনুপ্রাণিত হয়ে ইতিহাসের ব্যর্থতার পাতাকে টপকে দিয়ে নিজের জায়গাটা করে নিন। মানুষ পারে না এমন কাজ খুব হাতেগোনা। চেষ্টা লিপ্ত থাকুন, ধৈর্য্যের চর্চা করুন, সামনে চলুন, আপনার দ্বারাই সম্ভব। 

No comments

Powered by Blogger.