জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন করেছেন রাষ্ট্রপতি।

মাননীয় বিচারপতি এম ইনায়েতুর রহিম

রোববার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২)(ক) মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব এম. ইনায়েতুর রহিম-কে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।’

উল্লেখ, জুডিসিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে অধস্তন আদালতের সব বিচারক নিয়োগ হয়ে থাকে।

No comments

Powered by Blogger.