আইনজীবী তালিকাভুক্তি এমসিকিউ পরিক্ষার তারিখ ১৭ নভেম্বর'২৩ সিদ্ধান্ত

আইনজীবী তালিকাভুক্তির নতুন পরীক্ষা ১৭ নভেম্বর'২৩ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে শীঘ্রই নোটিশ আসছে।

বার কাউন্সিল এমসিকিউ ২০২৩


সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষা এবং ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে বার কাউন্সিল থেকে নোটিশ জারি করা হবে।

এবারের পরীক্ষায় প্রায় ৪০ হাজার আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলেও বার কাউন্সিল থেকে জানা গেছে।

মূলত, তিন ধাপের নৈর্ব্যত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

No comments

Powered by Blogger.